আসছে বছরের ১০ থেকে ১৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। উৎসবকে সামনে রেখে আয়োজকরা ঘোষণা করেছে নারী নির্মাতা বিভাগের পাঁচ বিচারকের নাম। এই প্যানেলে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।
নারী নির্মাতা বিভাগটি উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শুধু নারী নির্মাতাদের তৈরি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেরা ফিকশন, সেরা ডকুমেন্টারি ও সেরা পরিচালকের পুরস্কার দেওয়া হবে আন্তর্জাতিক জুরি বোর্ডের মূল্যায়নে।
আফসানা মিমির সঙ্গে বিচারক হিসেবে থাকবেন আলেকজান্দ্রা মার্কোভিচ, রোনাক তাহের, জেরাল্ডিন ভিলামিল ও ম্যারিয়ন স্ট্যান্ডেফার—যারা বিভিন্ন দেশের চলচ্চিত্র ও শিল্পে স্বনামধন্য ব্যক্তিত্ব।
এবারও অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘টুয়েলভথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জানুয়ারি ঢাকায়।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান জানান, এ বছর সর্বাধিক দেশ থেকে রেকর্ড সংখ্যক চলচ্চিত্র জমা পড়েছে, যা ডিআইএফএফের জন্য নতুন এক মাইলফলক।