বলিউডের বাদশা শাহরুখ খান এখনও কাজল-টুইঙ্কেলের জনপ্রিয় টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হননি। সম্প্রতি এক পডকাস্টারের প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, শোতে না যাওয়া নিয়ে তিনি দুজন সহশিল্পীর কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, শুটিং এবং হাতে চোট পাওয়ায় সময় বের করতে পারেননি। এছাড়া মজা করে জানান, শোতে প্রচুর খাবারের ঝামেলার জন্যও তিনি যাচ্ছেন না। শাহরুখ আরও বলেন, শোতে না যাওয়া সত্ত্বেও নিজে প্রতিটি পর্ব দেখেছেন এবং শো সম্পর্কে তার আগ্রহ রয়েছে।
উল্লেখ্য, কাজল ও টুইঙ্কেলের শো শুরু থেকেই বিতর্কিত মন্তব্য এবং দাম্পত্য-সম্পর্কিত আলোচনার কারণে আলোচনায় থাকে। সম্প্রতি লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর রাজ-সিমরনের ব্রোঞ্জ মূর্তি উদ্বোধনের প্রেক্ষাপটে দুই বন্ধুর এই আড্ডাটি আরও জমে ওঠে।