বলিউড তারকা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। ২৭ কোটি রুপির উদ্বোধনী আয় দিয়ে এটি রণবীরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং হিসেবে ধরা পড়েছে।
বিশেষজ্ঞরা আগেই ধারণা করেছিলেন, সিনেমার প্রথম দিনের আয় প্রায় ১৫-১৮ কোটি রুপি হতে পারে, কিন্তু ‘ধুরন্ধর’ সেই অনুমান ছাড়িয়ে গেছে। এটি রণবীরের আগের ব্লকবাস্টার সিনেমা যেমন ‘পদ্মাবত’ ও ‘সিম্বা’-এর রেকর্ডও ছাড়িয়ে গেছে।
আদিত্য ধর পরিচালিত সিনেমায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, মাধবন ও অর্জুন রামপাল। সিনেমার রহস্যময়ী নারী চরিত্র এবং আকর্ষণীয় কাহিনী দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।