ট্রাম্প প্রশাসন এমন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যাদের যুক্তরাষ্ট্রে আসার সময় আমেরিকানদের মতপ্রকাশ ‘সেন্সর’ করার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়।
পররাষ্ট্র দপ্তরের নতুন স্মারকে কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ফ্যাক্ট-চেকিং, কনটেন্ট মডারেশন বা অনলাইন নিরাপত্তা কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে।
শুরুতে এটি মূলত এইচ-১বি ভিসা আবেদনকারীদের প্রভাবিত করবে, তবে সব ধরনের ভিসায় প্রযোজ্য হবে। স্মারকে বলা হয়েছে, কর্মকর্তাদের আবেদনকারীর পেশাগত ইতিহাস, সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল ও গণমাধ্যম প্রতিবেদনের মাধ্যমে যাচাই করতে হবে। যদি প্রমাণ পাওয়া যায় যে কেউ সেন্সরশিপে জড়িত ছিলেন, তাদের ভিসা অযোগ্য ঘোষণা করতে হবে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, প্রশাসন আমেরিকানদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং যুক্তরাষ্ট্রে এমন বিদেশিদের প্রবেশ অনুমোদন দেওয়া হবে না যারা সেন্সরের ভূমিকা পালন করতে পারে।