ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দলের সঙ্গে তার আলোচনা ‘খুব গঠনমূলক’ হয়েছে। এই আলোচনার লক্ষ্য—যুদ্ধ শেষের জন্য দুপক্ষের জন্য গ্রহণযোগ্য শান্তি চুক্তির খসড়া তৈরি করা।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা শেষে জেলেনস্কি জানান, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, যে কোনো সম্ভাব্য চুক্তি রাশিয়া যেন মানে।
কিন্তু আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া শনিবার রাতভর ইউক্রেনে বিমান হামলা চালায়। ক্রেমেনচুকের মেয়র ভিতালি মালেতস্কি জানিয়েছেন, শহরে ‘বড় ধরনের যৌথ হামলা’ হয়েছে। এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে কিছু এলাকায় পানি, বিদ্যুৎ ও গরম সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ক্রেমেনচুক কিয়েভ ও পূর্ব ফ্রন্টলাইনের মাঝামাঝি অবস্থিত এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে বারবার হামলার লক্ষ্য হয়ে আসছে।
একই সময় হোয়াইট হাউস কিয়েভ ও মস্কোকে যুদ্ধ শেষের প্রস্তাবগুলো মানতে চাপ দিচ্ছে। ইউরোপও যুদ্ধোত্তর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে এবং হোয়াইট হাউসের সমর্থন চাইছে।
জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ইউক্রেন সত্যিকারের শান্তি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে কাজ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, আলোচনা এমন বিষয় নিয়েও হয়েছে যা রক্তপাত বন্ধ করতে এবং রাশিয়ার নতুন পূর্ণমাত্রার হামলার হুমকি কমাতে সহায়তা করবে।