লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে এক ঐতিহাসিক রাতে রিয়াল মাদ্রিদকে ২–০ গোলে হারিয়েছে সেল্তা ভিগো। ১১ বছর পর রিয়ালের বিরুদ্ধে জয় পেলেও বার্নাব্যুতে তাদের এই জয় এসেছে দীর্ঘ ১৯ বছর পর।
ম্যাচের শুরুতে রিয়াল নিয়ন্ত্রণে থাকলেও আক্রমণভাগে ছিল অকার্যকর। বল দখলে এগিয়ে থেকেও গোলের পথ খুঁজে পাননি ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে ২৪ মিনিটে, যখন চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর ম্যাচের গতি বদলে যায়। ৫৩ মিনিটে উইলিয়ট সুইডবার্গের গোল রিয়ালকে চাপে ফেলে দেয়। এরপর ৬৪ মিনিটে মাত্র দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। ১০ জনের দলে নেমে আসে স্বাগতিকরা। শেষ মুহূর্তেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি রিয়ালের। যোগ করা সময়ের প্রথম মিনিটে হলুদ কার্ড দেখেন আলভারো ক্যারেরাস, আর পরের কয়েক সেকেন্ডেই রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে লাল কার্ড দেখেন তিনি। ফলে ৯ জনে নেমে আসে রিয়াল মাদ্রিদ।
এ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সুইডবার্গ। ৯২ মিনিটে ইয়াগো আসপাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে সেল্তার জয় নিশ্চিত করেন এই সুইডিশ তারকা।
এই পরাজয়ে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ, আর গুরুত্বপূর্ণ এ জয়ে সেল্তা ভিগো উঠে এসেছে দশম স্থানে।