বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিন উপলক্ষে মেয়েসন্তান ইশা দেওল শেয়ার করেছেন আবেগঘন একটি পোস্ট। সম্প্রতি প্রয়াত হওয়া তার বাবাকে স্মরণ করে ইনস্টাগ্রামে ইশা লেখেন, “আমার প্রিয় পাপা… আমাদের বন্ধন ও অঙ্গীকার সবসময় সবচেয়ে শক্তিশালী। সব জন্মে, সব জগতেই আমরা একসঙ্গে থাকব। আপনি যেখানেই থাকুন—স্বর্গে বা পৃথিবীতে—আমরা এক।”
ইশা আরও লিখেছেন, বাবার সঙ্গে কাটানো হাসি, অন্তহীন কথোপকথন, কবিতা ও ভালোবাসা তার জন্য অমূল্য স্মৃতি। তিনি উল্লেখ করেছেন, পাপার উষ্ণ আলিঙ্গন, নরম কিন্তু দৃঢ় হাত ও নাম ধরে ডাকার স্নেহময় কণ্ঠস্বর আজও তার মনে গভীরভাবে বেঁচে আছে। শেষে ইশা বাবার প্রতিশ্রুতি দেন—তার শেখানো জীবনবোধ, শিক্ষা, ভালোবাসা, শক্তি সবসময় মেনে চলবেন এবং তার ভালোবাসা যতটা সম্ভব মানুষদের মধ্যে ছড়িয়ে দেবেন।
প্রসঙ্গত, ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নভেম্বরের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার ও ভক্তরা মধ্যবর্তী সময়ে মৃত্যুর গুজব নাকচ করেন। ২৪ নভেম্বর পরিবারের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।