দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অবস্থা স্থিতিশীল।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শীতের মরশুমে বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকায় যথেষ্ট বিশ্রাম নিতে পারছিলেন না নচিকেতা। অসুস্থবোধ করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নচিকেতা দুই বাংলায় জীবনমুখী গান ও জনপ্রিয় রঙিন গান যেমন ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’ ও ‘বৃদ্ধাশ্রম’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন।