
অভিবাসীবিরোধী মনোভাব বা জেনোফোবিয়া আর শুধু পশ্চিমা বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নেই; যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা—বিশ্বজুড়েই এটি এখন নীতিনির্ধারণ ও সরকারি পদক্ষেপের গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতা আড়াল করতেই অনেক সরকার অভিবাসীবিরোধী রাজনীতিকে কৌশল হিসেবে ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রে সোমালি বংশোদ্ভূত নাগরিকদের বিরুদ্ধে কটূক্তি থেকে শুরু করে ডেনমার্কের কড়াকড়ি আশ্রয় নীতি—সবখানেই অভিবাসীরা হয়ে উঠেছেন ‘গলার কাঁটা’। যুক্তরাজ্যেও কঠোর সীমান্ত টহল ও অভিবাসন কমানোর উদ্যোগ জেনোফোবিয়ার বিস্তৃতি আরও স্পষ্ট করছে।
অন্যদিকে, লিবিয়ায় ইউরোপমুখী অভিবাসীদের ওপর নিয়মিত সহিংসতা, আর দক্ষিণ আফ্রিকায় ‘অপারেশন দুদুলা’র মতো আন্দোলন অভিবাসীদের বিরুদ্ধে জনরোষ আরও উসকে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন—সরকারগুলোর ব্যর্থতা ও অদক্ষতা ঢাকতেই অভিবাসীদের সহজ টার্গেট বানানো হচ্ছে।