আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি টানা দ্বিতীয়বার আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন। এর আগে কেউ এই কীর্তি অর্জন করেননি।
মেসি তিন দিন আগে ফ্লোরিডার ইন্টার মায়ামির হয়ে প্রথমবার এমএলএস কাপ জয় করেছেন। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারানো ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেন। চলতি মৌসুমে মায়ামির জার্সিতে ৩৪ ম্যাচে ৩৫ গোল এবং ২৮ অ্যাসিস্ট করেছেন। এর আগে তিনি এমএলএসে গোল্ডেন বুটও জিতেছেন।
মেসির অবদানে মায়ামি ক্লাবের ইতিহাসে ১০১ গোলের ৬৩টিতে তিনি সরাসরি ভূমিকা রেখেছেন। সম্প্রতি মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন এই আর্জেন্টাইন তারকা। এবারের এমএলএস মূল্যবান খেলোয়াড় নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি।
মেসি ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ী এবং এখন পর্যন্ত ক্যারিয়ারে ৪৮টি ট্রফি জিতেছেন। ব্যক্তিগত অর্জনে রয়েছে ৮ বার ব্যালন ডি’অর, তিনবার ফিফা বেস্ট মেন্স প্লেয়ার, দু’বার বিশ্বকাপে গোল্ডেন বল এবং ইউরোপ ও লা লিগায় অসংখ্য সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার ট্রফি। ২০২৬ বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন বলে আশা করা হচ্ছে।