অ্যাকশন–ড্রামা ঘরানার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ধুরন্ধর–এ পাকিস্তানি ডাকাত রেহমান চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় আছেন অক্ষয় খান্না। চরিত্র পরিচয়ের এক নাটকীয় মুহূর্তে তাঁর করা স্বতঃস্ফূর্ত একটি নাচ এখন ভাইরাল, আর সেটি ঘিরেই ভারত–পাকিস্তানজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
পুরোনো ভিডিও নিয়ে নতুন তুলনা সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অক্ষয়ের নাচে দেখতে পাচ্ছেন তাঁর বাবা, বলিউড তারকা বিনোদ খান্নার প্রতিচ্ছবি। ১৯৮৯ সালে লাহোরের এক চ্যারিটি অনুষ্ঠানে বিনোদ খান্না, রেখা, ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদকে একসঙ্গে নাচতে দেখা যায়। সেই ভিডিওটি আবার প্রকাশ্যে আসার পর অনেকে তুলনা টেনে বলছেন—অক্ষয়ের হাত–পায়ের নড়াচড়া যেন হুবহু তাঁর বাবার মতো।
ফেসবুকে কেউ লিখছেন, “বাপের স্টেপ ছেলে কপি করেছে!” আবার অনেকে বলছেন, “এটা কপি নয়, স্বভাবগত মিল—হয়তো ভিডিওটাই কখনো দেখেননি তিনি।”
‘নাচটা ছিল পুরোপুরি স্বতঃস্ফূর্ত’।
সহ–অভিনেতা ড্যানিশ পান্ডোরা জানিয়েছেন, অক্ষয়ের ওই নাচ একদমই পরিকল্পিত ছিল না। পরিচালক দৃশ্য ব্যাখ্যা করার সময় অক্ষয় হঠাৎ জানতে চান—“নাচতে পারি?” পরিচালক আদিত্যর জবাব, “যা খুশি করো।” এক টেকেই দৃশ্যটি ধারণ হয়।
কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলিও জানান, নাচের কোনো মুভ শেখানো হয়নি; অক্ষয় নিজে থেকেই ভঙ্গিগুলো তৈরি করেন।
অভিনয়ে আবারও উজ্জ্বল অক্ষয় ধুরন্ধর মুক্তির পর সমালোচকরা বলছেন—অক্ষয় তাঁর অভিনয়শিল্পকে নতুন স্তরে উন্নীত করেছেন। সংযত সংলাপ, চোখের ভাষা ও অভিব্যক্তির সূক্ষ্মতা রেহমান চরিত্রকে করেছে আরও জীবন্ত। অনেকের মতে, তিনি স্ক্রিনে থাকলে অন্যদের আলাদা করে নজর কাড়তে বাড়তি চেষ্টা করতে হয়।
২০২৫ সাল তাই অক্ষয় খান্নার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বলিউড–বিশ্লেষকরা।