চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্না শারমিন চারটি পৃথক হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁদের বিরুদ্ধে আরও বহু হত্যা ও অন্যান্য মামলা বিচারাধীন থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি মিলছে না।
আইনজীবী সূত্রে জানা গেছে, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে, যার মধ্যে ১০টি হত্যা মামলা। অন্যদিকে, তাঁর স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে চান্দগাঁও ও পাঁচলাইশ থানার চারটি হত্যা মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের জামিন দেন। তবে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে জামিননামা কার্যকর হতে বিলম্ব হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, ছোট সাজ্জাদ বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে বন্দি রয়েছেন। সংশ্লিষ্ট জামিননামা সেখানে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে রাজধানী থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জোড়া খুনের ঘটনায় তাঁর স্ত্রী তামান্নাও গ্রেপ্তার হন। একাধিক মামলা বিচারাধীন থাকায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না আলোচিত এই দম্পতি।