আইসিসির নভেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অফস্পিনার সিমন হারমার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করলেন তিনি।
ভারতের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন হারমার। প্রায় ২৫ বছর পর এশিয়ার কোনো দেশে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট সিরিজ জয়ে তিনি ছিলেন অন্যতম নায়ক। কলকাতা ও গুয়াহাটিতে মাত্র ৮.৯৪ গড়ে ১৭ উইকেট শিকার করেন এই স্পিনার। প্রথম টেস্টে নেন ৮ উইকেট, দ্বিতীয় ম্যাচে শিকার করেন ৭ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।
এই পুরস্কার জয়ের পথে হারমার পেছনে ফেলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হারমার বলেন, আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়া তার জন্য দারুণ সম্মানের। তিনি এই অর্জন সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ এবং পরিবারের প্রতি উৎসর্গ করেন।
অন্যদিকে, বাংলাদেশের তাইজুল ইসলামও ছিলেন সেরার