লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত রূপ নেয় চরম বিশৃঙ্খলায়। শনিবার সকালে যুবভারতী স্টেডিয়ামে মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক জড়ো হলেও অধিকাংশই হতাশ হয়ে ফিরে যান।
অভিযোগ, মাঠে প্রবেশের পর মেসিকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা বলয় এবং রাজনৈতিক নেতা, মন্ত্রী ও সেলিব্রিটিদের ভিড়ের কারণে গ্যালারি থেকে তাকে দেখা যায়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। শুরু হয় স্লোগান, ছোড়া হয় পানির বোতল, ভাঙচুর করা হয় স্টেডিয়ামের আসন।
পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তার স্বার্থে সময়ের আগেই স্টেডিয়াম ছাড়েন লিওনেল মেসি। ফলে মাঠে প্রবেশ করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও অভিনেতা শাহরুখ খান।
ঘটনায় দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে ক্ষমা চান এবং তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি টিকিটের টাকা ফেরত না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এই ঘটনায় কলকাতার ফুটবল সংস্কৃতি ও শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মত ক্রীড়াপ্রেমী ও বিশ্লেষকদের।