অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় এক অস্ত্রধারীকে নিরস্ত্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক আহমেদ আল আহমেদ। তার সাহসী পদক্ষেপে বহু মানুষের প্রাণ বেঁচে গেছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও প্যান্ট পরিহিত ৪৩ বছর বয়সী ফলের দোকানি আহমেদ আল আহমেদ একটি গাড়ির আড়াল থেকে দৌড়ে গিয়ে কালো শার্ট পরা এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর পেছন দিক থেকে হামলে পড়ে তার হাত থেকে রাইফেল কেড়ে নেন এবং অস্ত্রটি হামলাকারীর দিকেই তাক করেন।
ভিডিওতে আরও দেখা যায়, বন্দুকধারী পিছু হটতে থাকলে আহমেদ অস্ত্রটি মাটিতে রেখে দেন। এ ঘটনায় আরেক হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।
হনুকা উৎসব উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে হামলায় অন্তত ১১ জন নিহত ও আরও এক ডজন মানুষ আহত হন। একজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। তৃতীয় কোনো হামলাকারী জড়িত ছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।
নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস আহমেদকে ‘প্রকৃত নায়ক’ আখ্যা দিয়ে বলেন, তার সাহসিকতার কারণেই অসংখ্য মানুষ প্রাণে বেঁচে গেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও বিপদের মুখে সাধারণ মানুষের এগিয়ে আসাকে দেশটির জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আহমেদের সাহসিকতার প্রশংসা করে তাকে ‘মানবতার নায়ক’ হিসেবে অভিহিত করেছেন।