নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী। এ কারণে ভারতও দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে।
তবে ঐতিহাসিকভাবে এই বিজয়ের মূল অর্জন ছিল বাংলাদেশের—কারণ এই দিনেই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।
এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি ১৯৭১ সালের বিজয়কে ভারতের ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করলেও সেখানে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি।
মোদির ওই পোস্টে বলা হয়, ১৯৭১ সালে ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগ ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে।
এর আগে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক পৃথক বার্তায় মুক্তিযোদ্ধাদের অবদান এবং বাংলাদেশের স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী যৌথভাবে লড়াই করে দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তন করেছে এবং একটি নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে।
একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের অবসানের কথাও উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনী।