দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন—এমন প্রত্যাশিত খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপিতে চলছে উৎসবের আমেজ। দলের কর্মী-সমর্থকদের মধ্যে চাঙ্গা ভাব চোখে পড়ার মতো। এদিকে দেশে ফিরেই নির্বাচনী মাঠে নেমে পড়বেন তারেক রহমান। সময় বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ে সমাবেশ আয়োজনের কথা ভাবছে বিএনপি। জনসভাগুলোয় তারেক রহমান সশরীরে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে তারেক রহমানের বহু প্রতীক্ষিত আগমন ঘিরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এখন মহাব্যস্ত। দলের দ্বিতীয় প্রধান নেতাকে বরণ করতে চলছে সর্বাত্মক প্রস্তুতি। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের প্রত্যাবর্তন কেন্দ্র করে অভ্যর্থনা ও সাংগঠনিক তৎপরতা সমন্বয়ের জন্য গঠিত হচ্ছে একাধিক বিশেষ কমিটি। এই কমিটিগুলোর তত্ত্বাবধানেই কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তুতি হলো—
রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের বাসা ও কার্যালয় এবং নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষের বিশেষ সাজসজ্জা। আগামী সপ্তাহের মধ্যেই উভয় কার্যালয়ে চেয়ারম্যানের বসার জন্য নির্ধারিত কক্ষের সাজসজ্জা চূড়ান্ত হবে। দরজা লাগানো বাদে মোটামুটি প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনেও জানিয়েছে বিএনপি।
বিএনপি সংবাদ সম্মেলনে জানায়, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে। এ ছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনী প্রচারে অংশ নেবেন তারেক রহমান
টানা ১৮ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে নিজের অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যাবেন। এরপর পর্যায়ক্রমে তিনি অন্যান্য কার্যক্রম পরিচালনায় করবেন। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করবেন তারেক রহমান। বিষয়টি তিনি নিজেই গত সোমবার এক অনুষ্ঠানে খোলাসা করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি নির্বাচনী প্রচারে নিজে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে নেতাকর্মীদের তুমুল করতালির মধ্যে বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে, ওয়ার্ডে-মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব।
প্রস্তুত হচ্ছে তারেক রহমানের বাসা