
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মা-বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সাথে নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলি।
পলায়ন ও সহায়তার চাঞ্চল্যকর তথ্য: র্যাব জানায়, হামলার পর ফয়সাল তার বোনের বাসায় আশ্রয় নেয় এবং সেখান থেকেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তার বাবা হুমায়ুন কবির (৭০) তাকে সিএনজি ভাড়া করে দেন এবং পালানোর জন্য টাকা দিয়ে সহায়তা করেন। গ্রেপ্তারের ভয়ে তারা বারবার অবস্থান পরিবর্তন করেন এবং কেরানীগঞ্জে আত্মগোপন করেন। মঙ্গলবার ভোরে র্যাব-১০ কেরানীগঞ্জ থেকে ফয়সালের বাবা ও মা হাসি বেগমকে গ্রেপ্তার করে।
অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার: মঙ্গলবার রাতে নরসিংদীর তরুয় এলাকায় অভিযান চালিয়ে ২পি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪১ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-১১। সেখান থেকে ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়। এছাড়াও ঢাকার আগারগাঁও এলাকা থেকে ফয়সালের ফেলে যাওয়া একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এই অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টিকে তদন্তের বড় অগ্রগতি হিসেবে দেখছে।