
গত এক দশকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের দায়ে প্রায় ২৪ হাজার মানুষকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে এককভাবে বাংলাদেশ সীমান্তেই আটকের সংখ্যা ২১ হাজারের বেশি। তবে একই সময়ে চীন সীমান্তে একজন অনুপ্রবেশকারীও ধরা পড়েনি বলে দেশটির পার্লামেন্টে জানিয়েছে ভারত সরকার।
পরিসংখ্যানের বিস্তারিত: লোকসভায় তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত-বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও নেপাল-ভুটান সীমান্তে মোট ২০ হাজার ৮০৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের প্রথম ১১ মাসে ধরা পড়েছে আরও ৩ হাজার ১২০ জন।
সব মিলিয়ে গত ১০ বছরে সীমান্তে আটকের খতিয়ান:
বাংলাদেশ সীমান্ত: সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন (চলতি বছর আরও ২,৫৫৬ জন)।
মিয়ানমার সীমান্ত: ১ হাজার ১৬৫ জন।
পাকিস্তান সীমান্ত: ৫৫৬ জন।
নেপাল-ভুটান সীমান্ত: ২৩৪ জন।
চীন সীমান্ত নিয়ে ভিন্ন চিত্র: সরকারি তথ্যে দেখা গেছে, ভারতের পশ্চিম ও পূর্ব সীমান্তে নিয়মিত অনুপ্রবেশের চেষ্টা চললেও উত্তর সীমান্তে অর্থাৎ চীনের সঙ্গে ভারতের সীমান্তে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশকারী আটকের নজির নেই। ভারত সরকার বিষয়টিকে উত্তর সীমান্তের ভিন্ন নিরাপত্তা পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছে।
২০২৫ সালের চিত্র: চলতি বছরের নভেম্বর পর্যন্ত পরিসংখ্যানেও অনুপ্রবেশ অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে। এই ১১ মাসে বাংলাদেশ সীমান্তে ২ হাজার ৫৫৬ জন ছাড়াও মিয়ানমার সীমান্তে ৪৩৭ জন, পাকিস্তান সীমান্তে ৪৯ জন এবং নেপাল সীমান্তে ৭৮ জন ধরা পড়েছে।