
লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জিতে ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। তবে এই সাফল্যেই থেমে থাকতে চান না ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যাম। আগামী মৌসুমেও আধিপত্য ধরে রাখতে এবার বার্সেলোনার পোলিশ গোলমেশিন রবার্ট লেভানদোভস্কিকে দলে ভেড়ানোর জোর তৎপরতা শুরু করেছে মায়ামি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম-এর তথ্যমতে, লুইস সুয়ারেজের ইন্টার মায়ামির সাথে চুক্তির মেয়াদ শেষের পথে। সুয়ারেজের সম্ভাব্য বিদায় এবং সার্জিও বুসকেটসের অবসরের গুঞ্জনের মাঝে একজন অভিজ্ঞ ‘নাম্বার নাইন’ খুঁজছে ক্লাবটি। ৩৭ বছর বয়সী লেভানদোভস্কিকে সেই শূন্যস্থানের জন্য আদর্শ মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
ইতোমধ্যেই লিওনেল মেসি ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জেতা মেসিকে ঘিরেই শক্তিশালী স্কোয়াড গড়তে চায় মায়ামি। বর্তমানে ক্লাবটিতে একটি 'ডিজাইনেটেড প্লেয়ার' (ডিপি) কোটা খালি রয়েছে, যেখানে লেভানদোভস্কিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
পোলিশ সাংবাদিক মারেক যোজভিয়াক এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন, ইন্টার মায়ামি ইতোমধ্যেই লেভানদোভস্কির জন্য যুক্তরাষ্ট্রে আবাসন বা বাড়ি খোঁজার কাজ শুরু করেছে। যদিও বার্সেলোনার সাথে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত, তবে আগামী জানুয়ারি থেকেই তিনি ভবিষ্যৎ নিয়ে অন্য ক্লাবের সাথে আলোচনা শুরু করতে পারবেন।
নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রেখে লেভানদোভস্কি বলেন, "আমি বার্সেলোনায় থাকব নাকি অন্য কোথাও, তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেব। বিষয়টি শুধু ফুটবলের নয়, আবেগেরও।"
সৌদি প্রো লিগের বড় অঙ্কের প্রস্তাব থাকলেও, মেসির সাথে জুটি বাঁধার হাতছানি লেভানদোভস্কিকে এমএলএস-এর দিকেই বেশি টানছে বলে ধারণা করা হচ্ছে। এই দুই কিংবদন্তি এক হলে তা যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন এক বিপ্লব ঘটাবে।