
দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সেখানে ভিড় না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
তারেক রহমান বলেন, আগামী ২৫ ডিসেম্বর আল্লাহর রহমতে তিনি দেশে ফিরে যাবেন। তবে বিদায় বেলায় বিমানবন্দরে নেতাকর্মীদের জমায়েত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,"আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে কেউ সেদিন এয়ারপোর্টে যাবেন না। সেখানে ভিড় করলে হট্টগোল তৈরি হতে পারে, যা দেশের এবং দলের সুনাম নষ্ট করবে।"
দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, "আপনারা গত ১৮ বছর আমার এবং আমার পরিবারের বিপদের সময় মানসিক সাহস দিয়েছেন, সমর্থন যুগিয়েছেন। আপনাদের সাথে বহু স্মৃতি ও দুঃখ-কষ্ট আমার জড়িয়ে আছে।"
তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যারা তার এই অনুরোধ রাখবেন, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। আর অনুরোধ সত্ত্বেও যারা বিমানবন্দরে যাবেন, তাদের উপস্থিতি 'ব্যক্তিগত স্বার্থ' হিসেবে গণ্য হতে পারে বলে তিনি মন্তব্য করেন।