ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার বিষয়ে বাংলাদেশের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের মন্তব্য অব্যাহত থাকলে ভারত আর নীরব থাকবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, গত এক বছরে বাংলাদেশ থেকে একাধিকবার এমন মন্তব্য এসেছে, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করার কথা বলা হয়েছে। তিনি এসব বক্তব্যকে “ভুল চিন্তাভাবনা” আখ্যা দিয়ে বলেন, ভারত একটি পরমাণু শক্তিধর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ।
আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং দেশটিকে অতিরিক্ত সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। তার ভাষায়, “আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে।”
তিনি দাবি করেন, ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশকে আরও দায়িত্বশীল হতে হবে।
এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকেও ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য উঠে এসেছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ভারতের আশ্রয়ে থাকা ব্যক্তিদের ইস্যুতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি বক্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি করতে পারে।