বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের ঠেকাতে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর কাজ জোরদার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (লোকসভা অধিবেশন) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।
তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের মোট ২ হাজার ২৮৯ দশমিক ৬৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে, যা মোট সীমান্তের ৯৩ দশমিক ২৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটার এলাকায় বেড়া বসানো হয়েছে, যা প্রায় ৭৯ দশমিক ০৮ শতাংশ।
লোকসভায় নিত্যানন্দ রায় আরও জানান, মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৯ দশমিক ২১৪ কিলোমিটার এলাকায় এ কাজ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জাতীয় নিরাপত্তা জোরদার করতে সীমান্ত এলাকায় নজরদারি ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন ও মালদ্বীপ— এই আটটি দেশের স্থল ও জলসীমান্ত রয়েছে। এর মধ্যে স্থল সীমান্তের দিক থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তই সবচেয়ে দীর্ঘ।