কাতারের দোহায় মঙ্গলবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিফা ২০২৫ সালের বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব ঘোষণা করেছে। পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন। কিলিয়ান এমবাপে ও বার্সেলোনার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।
বাংলাদেশ থেকেও তার পক্ষে ভোট পড়েছে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, কোচ হাভিয়ের ক্যাবরেরা ও মিডিয়া প্রতিনিধি রেজওয়ান উজ জামান তিনজনই দেম্বেলেকে প্রথমে ভোট দিয়েছেন। জামালের তালিকায় পরের দুই স্থানে আছেন ইয়ামাল ও ভিতিনহা। কোচ ক্যাবরেরার ভোটেও দেম্বেলেকে সর্বোচ্চ পয়েন্ট দেওয়া হয়েছে, এরপর ইয়ামাল ও ভিতিনহা। রেজওয়ানের পছন্দের তালিকাতেও সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন দেম্বেলে, পরে রয়েছেন ইয়ামাল ও মোহাম্মদ সালাহ।
প্রত্যেক ভোটদাতা তিনজনকে ভোট দিয়েছেন। প্রথম স্থানে ৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে ৩ পয়েন্ট ও তৃতীয় স্থানে ১ পয়েন্টের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন বর্ষসেরা ফুটবলার। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, ব্রাজিল অধিনায়ক মারকুইনহাসহ অন্যান্য আন্তর্জাতিক তারকারাও দেম্বেলেকে ভোট দিয়েছেন, যা তার সাফল্যকে আরও নিশ্চিত করেছে।