ধারালো হিন্দি সংলাপ, সত্তরের দশকের রেট্রো ফ্যাশন, আর চোখে-মুখে রহস্যমাখা মেজাজে ঢালিউডের অ্যাকশন হিরো আরিফিন শুভকে দেখা গেল নতুন বলিউড সিরিজে। ‘জ্যাজ সিটি’ টিজারে শুভ হাজির হয়েছেন ‘জিমি রায়’ চরিত্রে। ধূসর কাট স্যুট থেকে রেট্রো হেয়ারস্টাইল, প্রতিটি শটে তিনি নিজের ক্যারিশমা দেখিয়েছেন।
শুধু স্টাইল নয়, তার হাঁটাচলা, মুখের এক্সপ্রেশন, সিগারেট হাতে দৃশ্য—সব মিলিয়ে দর্শকরা বলিউডে শুভর শক্ত অবস্থান অনুভব করছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাকে অভিনয়ের মাধ্যমে ‘পাক্কা অভিনেতা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
সিরিজটির পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ও সত্তরের দশকের উত্তাল সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা সৌমিক সেন, আর শুভর বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র।
‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি, Sony LIV-এ। টিজার দেখে দর্শকদের একটাই প্রশ্ন—‘জিমি রায়’ কি পুরো সিরিজ জুড়ে এই আগুন বজায় রাখতে পারবেন?’