ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও নির্যাতনের অভিযোগ পুলিশ খারিজ করেছে। বৃহস্পতিবার তিনি ফেসবুকে পোস্ট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেন, ‘সত্যের জয় অনিবার্য, মিথ্যা কখনও সত্যকে ঢেকে রাখতে পারে না।’
পুলিশি তদন্তে জানা গেছে, মামলার বাদী ডিপজলের একজন অন্ধ ভক্ত। গত বছরের জুনে গাবতলী পশুর হাটে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বাধা পেয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। পুলিশ নিশ্চিত করেছে, ঘটনায় ডিপজল বা তার কোনো সহযোগীর কোনো অংশগ্রহণ ছিল না।
গত ২৪ নভেম্বর এই তদন্ত প্রতিবেদন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়। এতে দীর্ঘ বিতর্কিত অভিযোগের অবসান হয়েছে এবং ডিপজল স্বস্তি পেয়েছেন।