
সৌদি আরব তাদের ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করতে বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নেওয়ার প্রস্তাব দিলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, সৌদি আরব তাদের 'ভিশন ২০৩০' পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকে নারী ও পুরুষ ক্রিকেটার এবং কোচ চেয়েছিল। তবে দেশের ক্রিকেটের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিসিবি এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
সৌদি আরব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বড় শক্তি হয়ে ওঠার লক্ষ্যে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে খেলোয়াড় সংগ্রহের চেষ্টা চালাচ্ছে, যা আগে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রও করেছে। বিসিবি সভাপতি স্পষ্ট করে বলেন, "নিজেদের দেশের ক্ষতি করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।" উল্লেখ্য, সৌদি আরব বর্তমানে ফুটবল ও গলফের পাশাপাশি আইসিসি ও এসিসির সহায়তায় ক্রিকেটেও বড় বিনিয়োগের মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে।