
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বেকার্সদাল শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে একটি পানশালার সামনে দু’টি গাড়ি করে আসা একদল বন্দুকধারী অতর্কিতে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। নিহতদের মধ্যে পানশালার মালিকও রয়েছেন।
প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাটি পানশালার ভেতরে নয় বরং বাইরের রাস্তায় ঘটেছিল। হামলার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।