
রাজধানীর ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ধানমন্ডি থানায় মামলাটি করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। মামলায় ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে একদল হামলাকারী ছায়ানট সংস্কৃতি-ভবনে প্রবেশ করে। দুর্বৃত্তরা অডিটোরিয়াম, অফিস কক্ষ, সিসি ক্যামেরা এবং সার্ভার রুম ধ্বংস করার পাশাপাশি তবলা, হারমোনিয়াম ও বেহালাসহ অসংখ্য বাদ্যযন্ত্র পুড়িয়ে দেয়।
এছাড়া সাতটি ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করা হয়েছে। ঘটনার পর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন এবং ফুটেজ দেখে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।