
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ-র মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তথা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন সীতাকুণ্ড ও মহানগরের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, মো. জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরসালিন, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, আব্দুস সাত্তার সেলিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমকে বলেন, "আসলাম চৌধুরী সীতাকুণ্ডের মাটি ও মানুষের নেতা। তাঁর ত্যাগ ও জনপ্রিয়তার কারণে এই আসনের মানুষ তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করতে উন্মুখ হয়ে আছে। সীতাকুণ্ড বিএনপিতে কোনো বিভেদ নেই; আসলাম চৌধুরীর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হয়েছে।"