দ্বিতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। বড় ছেলে লক্ষ্যর জন্মের পর এবার তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা হওয়ার আগে ও পরে ভয়ংকর কিছু মুহূর্তের কথা নিজেই শেয়ার করেছেন ভারতী, তাঁর ইউটিউব চ্যানেলে।
ভিডিওতে ভারতী জানান, প্রসবের আগের রাতে অদ্ভুত অস্বস্তি অনুভব করছিলেন তিনি। পরদিন সকাল ছ’টার দিকে হঠাৎই তাঁর পানি ভেঙে যায়। বিষয়টি বুঝতে পেরে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। চিকিৎসক তাঁকে অবিলম্বে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
সেই সময়ের ভয়, উৎকণ্ঠা ও অসহায়তার মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ভারতী। ভিডিওতে কাঁদতে কাঁদতে তিনি বলেন, পরিস্থিতি বুঝে উঠতে পারছিলেন না এবং ভীষণ ভয় পাচ্ছিলেন।
ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁদের বড় ছেলে লক্ষ্যও। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন ভারতী। তবে অপারেশন থিয়েটারেই জানতে পারেন, নবজাতককে পর্যবেক্ষণে রাখা হয়েছে, যার ফলে সঙ্গে সঙ্গে ছেলেকে দেখতে পাননি তিনি।
বর্তমানে ভারতী সুস্থ আছেন এবং সন্তানের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। মা হওয়ার আনন্দের পাশাপাশি কঠিন সেই অভিজ্ঞতার কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই জনপ্রিয় কমেডিয়ান।