ভারতের কেরালায় বাংলাদেশি সন্দেহে এক ভারতীয় যুবককে পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। নিহত যুবকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ভারতের ছত্রিশগড় রাজ্যের বাসিন্দা এবং কাজের সন্ধানে কেরালায় গিয়েছিলেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর কেরালার আত্তাপাল্লাম থানাধীন এলাকায় চুরির সন্দেহে রামনারায়ণকে আটক করে স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে কোনো প্রমাণ ছাড়াই তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল লোক তাকে ঘিরে ধরে নির্দয়ভাবে পেটাচ্ছে এবং বারবার বাংলাদেশি বলে অপমান করছে। তাকে গ্রামের বাড়ি কোথায় জিজ্ঞেস করা হলেও উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই হামলা চালানো হয়।
ময়নাতদন্তে চিকিৎসকরা জানান, রামনারায়ণের শরীরে ৮০টির বেশি আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথায় গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— মুরলি, প্রসাদ, অনু, বিপীন ও আনন্দন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।
রামনারায়ণের পরিবারে রয়েছে ৮ ও ১০ বছর বয়সী দুইটি সন্তান। তার চাচাত ভাই শশীকান্ত সরকারের কাছে নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।