বলিউড অভিনেতা ইমরান হাশমি গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন রাজস্থানে শুটিং চলাকালীন। ‘আওয়ারাপন ২’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে উঁচু স্থানে ভারসাম্য হারিয়ে তার পেটের পেশি ছিঁড়ে যায়। এতে শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।
ঘটনাটি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।
তবে পেশাদারিত্বের পরিচয় দিয়ে বিশ্রাম না নিয়ে কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইমরান হাশমি। শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বড় অঙ্কের ক্ষতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, পেটে ব্যান্ডেজ নিয়েই শারীরিক অস্বস্তি সত্ত্বেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন অভিনেতা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিচ্ছেন তিনি এবং কড়া ডায়েট ও নিয়মিত ওষুধের মাধ্যমে নিজের যত্ন নিচ্ছেন।