ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা ৪১ বছর বয়সে আবারও পর্তুগালের পোর্তো ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন। তার প্রজন্মের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে সিলভা ক্যারিয়ারে ইতোমধ্যে চেলসি ও পিএসজিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
সিলভা ২০০৪–০৫ মৌসুমে পোর্তো-বি দলের হয়ে তার পেশাদার জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে ডিনামো মস্কো, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিনেন্স, এসি মিলান, পিএসজি ও চেলসিতে খেলেছেন। মিলান ও পিএসজিতে শিরোপা জয়ের পাশাপাশি চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগেও সাফল্য দেখিয়েছেন।
ক্যারিয়ারে মোট ৩২টি শিরোপা জিতে সিলভা এবার প্রিমিয়ারা লিগায় শীর্ষে থাকা পোর্তোর হয়ে নতুন সাফল্যের দিকে এগোবেন। ক্লাবের বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।