
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে আইনের শাসন নিশ্চিত করা গেলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ১৩তম সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সিইসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিগত সময়ে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নিয়ে যে নেতিবাচক ধারণা বা 'অপবাদ' তৈরি হয়েছে, বর্তমান কমিশন তা ঘুচিয়ে দিতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে পারব না। এখানে আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।"
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সিস্টেম সচল রাখতে কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করতে হবে। আইনের প্রয়োগ সবার জন্য সমান হতে হবে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, বিধি মোতাবেক কাজ করলে কমিশন সবসময় কর্মকর্তাদের পাশে থাকবে।