
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন দেওয়া হয়েছে। মনোনীত প্রার্থীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব, সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসেন কাসেমী এবং নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করছে এবং সরকারের ব্যর্থতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি পরিষ্কার করে বলেন, জমিয়তকে ছেড়ে দেওয়া আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী থাকবে না এবং একইভাবে বিএনপির প্রার্থীদের আসনেও জমিয়ত কোনো প্রার্থী দেবে না।