
লা লিগার নতুন মৌসুমের (২০২৪-২৫) টেলিভিশন স্বত্ব আয়ের হিসাব প্রকাশিত হয়েছে। এবারের বণ্টন তালিকায় দেখা গেছে বড় এক পরিবর্তন। গতবারের চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও আয়ের শীর্ষস্থান হারিয়েছে বার্সেলোনা; চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
লা লিগা কর্তৃপক্ষ জানায়, অডিওভিজ্যুয়াল স্বত্ব থেকে এবার মোট ১.৪৩২ বিলিয়ন ইউরো বণ্টন করা হয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ পেয়েছে ১৫৭.৫২ মিলিয়ন ইউরো। অন্যদিকে, গত মৌসুমে ১৬২.৪৯ মিলিয়ন ইউরো আয় করা বার্সেলোনার আয় কমে দাঁড়িয়েছে ১৫৬.৪৫ মিলিয়নে। অর্থাৎ, চ্যাম্পিয়ন হয়েও কাতালান ক্লাবটির আয় কমেছে বেশি, যার ফলে রিয়াল আয়ের হিসেবে শীর্ষে চলে এসেছে। তালিকায় ১০৮.১৭ মিলিয়ন ইউরো নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।
নিয়ম অনুযায়ী, ম্যাচের সময় ড্রেসিংরুমে ক্যামেরা ও খেলোয়াড়দের সাক্ষাৎকারে সহযোগিতা করলে ক্লাবগুলো বাড়তি অর্থ পায়। রিয়াল মাদ্রিদ এই নীতির বিরোধিতা করায় তারা আরও বড় অংকের আয় থেকে বঞ্চিত হয়েছে। আয়ের ৫০ শতাংশ সব ক্লাবকে সমানভাবে দেওয়া হলেও, বাকি অর্ধেক নির্ধারিত হয় সাম্প্রতিক সাফল্য ও ক্লাবের সামাজিক প্রভাবের ভিত্তিতে।