
উচ্চশিক্ষার সুযোগ ও দশম গ্রেড বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের সালনা ব্রিজ এলাকায় এই ‘ব্লকেড’ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কৃষি ডিপ্লোমা সম্পন্ন করার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ না থাকা একটি বড় বৈষম্য। তারা এই বৈষম্য দূর করার পাশাপাশি চাকরিতে দশম গ্রেড নিশ্চিত করা, দক্ষ শিক্ষক নিয়োগ এবং প্রতি বছর নিয়মিত নিয়োগের দাবি জানান। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরবর্তীতে জেলা প্রশাসন ও সদর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।