
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা কাদেরিয়া পাড়ায় নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। শীতের সকালে যখন গ্রামটি জেগে উঠছিল, ঠিক তখনই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো পাড়া। মুহূর্তের এই তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি বসতঘর, আর প্রাণ হারিয়েছেন দাদি রুমি আকতার (৫৫) ও তাঁর ৫ বছর বয়সী আদরের নাতনি জান্নাত আকতার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে স্থানীয়রা চেষ্টা করেও ভেতরে আটকা পড়া দুজনকে বাঁচাতে পারেননি। শেষ মুহূর্তে দাদির আঁচলে মুখ লুকিয়েও শিশু জান্নাত আগুনের হাত থেকে রক্ষা পায়নি। রুমি আকতার ছিলেন পুরো পরিবারের ছায়া, আর জান্নাত ছিল বাড়ির প্রাণ। এই ঘটনায় পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দাদি-নাতনির মৃত্যু হয় এবং প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া পরিবারগুলোর কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মাঝে এখন কেবলই রয়ে গেছে আপনজন হারানোর দীর্ঘশ্বাস।