প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৪:২৪ পি.এম
রায়পুরায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে এক বা একাধিক মামলার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত কিংবা অভিযোগের ধরন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদ এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
Copyright © 2026 Newstoday24bd.com. All rights reserved.