দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’। তার ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত এই ফিরে আসাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। মিজানুর রহমানের লেখা গানের সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রজেক্টটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। গানের কথায় তারেক রহমানকে ‘মা, মাটি ও মানুষের কাছে ফিরে আসা সূর্যসন্তান’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে রাজনৈতিক উদ্দীপনা বিরাজ করছে, এই গান তার সাংস্কৃতিক প্রতিফলন হিসেবেই কাজ করবে। এদিকে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির উদ্যোগে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনাস্থলে যোগ দেবেন।