ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। এ সময় তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরিধান করেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ব্রিটিশ হাইকমিশনের এই উদ্যোগকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে বড়দিন উপলক্ষে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলো বড়দিনের শুভেচ্ছা বার্তা দিয়েছে।