আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত মোট ১৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের আসনগুলোতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন।
এছাড়া মনোনয়নপত্র সংগ্রহকারী অন্যান্য দলের মধ্যে রয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতা দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, শুধু এই কার্যালয় থেকেই এখন পর্যন্ত ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, চট্টগ্রাম-৫ আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবদুল বারেক চৌধুরী এবং চট্টগ্রাম-১১ আসনে এবি পার্টির মোহাম্মদ লোকমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা প্রশাসনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে জানা যায়, চট্টগ্রাম-২ আসনে জামায়াত নেতা মোহাম্মদ নুরুল আমিন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হুসাইন মুহাম্মদ শাহজাহান ফরম নিয়েছেন।
এছাড়া চট্টগ্রাম-৩ আসনে জামায়াত নেতা মুহাম্মদ আলা উদ্দিন এবং চট্টগ্রাম-৬ আসনে বিএনপি ও জামায়াতসহ তিন দলের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।