জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে শুক্রবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের বায়েজিদ থানার শান্তিনগর জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের মনোনীত সংসদ প্রার্থী জোবাইরুল আরিফ।
দোয়া মাহফিল শেষে জোবাইরুল আরিফ আমিন জুট মিল এলাকায় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে অংশ নেন এবং শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন,
জুলাই অভ্যুত্থানের পর আমরা ভাবিনি আমাদের আর কোনো ভাইকে হারাতে হবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের ব্যর্থতার কারণে হাদিকে আজ জীবন দিতে হলো।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির লড়ায় আধিপত্যবাদের বিরুদ্ধে, গণতন্ত্র ও ইনসাফের পক্ষে। আমাদের স্বপ্ন বিশ্বের দরবারে মাথা উঁচু করে সেই গণতন্ত্র ও ইনসাফের রাষ্ট্র কায়েম করা।
মতবিনিময় সভায় শ্রমিকেরা আমিন জুট মিল বন্ধ থাকার ফলে সৃষ্ট আর্থিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি তুলে ধরেন।
এসব অভিযোগের জবাবে জোবাইরুল আরিফ বলেন, আমিন জুট মিল বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠান। এই মিল বন্ধ থাকা মানে শুধু শ্রমিকদের নয়, রাষ্ট্রেরও ক্ষতি। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না। তা না হলে সেটি হবে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।