বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন। তাকে ঘিরে রাজধানীর আগারগাঁও এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশন সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় জোরদার করা হয়েছে। ইসি ভবনের প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে ব্যারিকেড এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ইসি ভবনের ভেতরে প্রবেশের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও দর্শনার্থীদের পরিচয়পত্র একাধিকবার যাচাই করা হচ্ছে। নিরাপত্তা তল্লাশির পরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি ইসি সচিবালয়ের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী যোগ্য যে কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। সে অনুযায়ী তারেক রহমানের ভোটার নিবন্ধনে কোনো আইনগত বাধা নেই এবং সাধারণ নাগরিকদের মতোই প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন তিনি বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন তিনি।