পবিত্র কাবা শরীফে আত্মহত্যা চেষ্টাকারী এক ব্যক্তিকে বাঁচিয়ে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহিয়া আল-আহমেদ।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার মক্কার গ্র্যান্ড মসজিদে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি হঠাৎ করে ওপর থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করলে নিচে দায়িত্ব পালনরত নিরাপত্তারক্ষী রায়ান তাকে ধরে ফেলেন। এতে দুজনই গুরুতরভাবে নিচে পড়ে আহত হন।
দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিরাপত্তারক্ষীর তৎপরতায় ওই ব্যক্তি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান। তবে আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় কিংবা তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, লাফ দেওয়া ব্যক্তিকে আঁকড়ে ধরেই মাটিতে পড়ে যান রায়ান।
গতকাল হাসপাতালে গিয়ে আহত নিরাপত্তারক্ষীর খোঁজ নেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সউদ বিন নাঈফ। তিনি রায়ানের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেন।
উল্লেখ্য, ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় বিশেষ বাহিনী মোতায়েন থাকে। এর আগেও সেখানে আত্মহত্যার চেষ্টা ও ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।