বিপিএল চলাকালেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। সিলেটে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরুর আগে অনুশীলন করানোর সময় হৃদ্রোগে আক্রান্ত হন তিনি।
শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটারদের নিয়ে গা গরম করাচ্ছিলেন জাকি। হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। দলীয় সূত্র জানায়, সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ঢাকা পোস্টকে জানান, আজ সন্ধ্যায় সিলেটের আউটার মাঠে মাহবুব আলী জাকির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কোচ জাকির আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।