রবিবার (২৮ ডিসেম্বর) রাতে পিএবি সড়কের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে পালিয়ে গেলো পরিবার।
কনকনে শীতে শিশু আয়শা তার ভাইকে আগলে ধরে। তারা জানায় তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানে। পরে ওই শিশু দুইজনকে স্থানীয় হাজিগাঁও ঝিওরি এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।
শিশু আয়শার সাথে কথা হলে সে জানায় তাদের বাড়ি সাতকানিয়া মৌলভীর দোকান।তার নাম আয়শা ও ভাইয়ের নাম মোরশেদ। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক। মা-বাবার কাছ থেকে এনে তাদের খালা তাদেরকে সড়কে রেখে গেছে বলে জানায় সে।
আশ্রয়দাতা মহিম উদ্দিন বলেন,সন্ধ্যার পরও শিশু দুইটিকে সড়কের পাশে কনকনে শীতে বসে থাকতে দেখে লোকজন ভিড় করে। পরে আমিও সেখানে গেলে শিশু আয়শার সাথে কথা বলে বিস্তারিত জানার পর আমার বাসায় নিয়ে আসি। ছোট বাচ্চাটির শরীর গাড় এবং পিটে ঝলসে দেখা যাচ্ছে।রাতে তাদেরকে খাবার খাওয়ানোর পর তারা কথা বলতে পারছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে। এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করি।পরে পুলিশ আসলে তাদেরকে হস্তান্তর করি।
আনোয়ারা থানার পুলিশ কর্মকর্তা এস আই মোমেন কান্তি দে বলেন, বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে এসে তাদেরকে চিকিৎসা দিতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাচ্ছি।আমরা তাদের পরিচয় পেতে বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন,সড়কের পাশে পাওয়া দুইশিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।