প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:৫৯ পি.এম
খালেদা জিয়ার জানাজা ও জিয়াউর রহমানের পাশে দাফন: প্রধান উপদেষ্টার নির্দেশে সর্বাত্মক প্রস্তুতি

আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠান এবং তাঁকে শহিদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন নির্বিঘ্নে সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর।
আজ প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় এ বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, সব ধরনের প্রস্তুতি সুচারুভাবে সম্পন্ন করা হচ্ছে। জাতীয় এ নেতার জানাজায় দেশের সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে অংশ নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
Copyright © 2026 Newstoday24bd.com. All rights reserved.