নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলিসহ ২জন গ্রেফতার হয়েছে।
আজ সকালে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবদুল বারী প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রাতে চৌমুহনী পৌরসভার পূর্ববাজারে অবস্থিত হোটেল রিয়াদ আবাসিক হোটেলের ৩০২ নাম্বার কক্ষের ভিতর থেকে ১টি লোহার তৈরী বিদেশী পিস্তল যাতে MADE-IN-JAPAN লেখা ও ০২ (রাউন্ড) পিস্তলের বুলেট (২জন আসামী) সহ উদ্ধার করা।
২আসামীর মধ্যে একজন উপজেলা দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ১নং ওয়ার্ড এর মোঃ নাসির আহাম্মেদ ছেলে মোঃ বাসু(৪০)
আরেকজন চৌমুহনী পৌরসভা ৮নং ওয়ার্ড পৌর হাজীপুর পানা মিয়া মোল্লা বাড়ীর শহিদ হক প্রকাশ বাবুল মোল্লার ছেলে জাহিদ হাসান রাসেল(৪০)
তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-০১, তারিখ-০২/০১/২০২৬খ্রি. ধারা-19-A The Arms Act, 1878 রুজু করা হয়। আটককৃত দুইজনের মধ্যে ০১ জনের বিরুদ্ধে ০৬ টি মামলাসহ ০১ টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে। মামলাটি এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম তদন্ত করবে বলে জানানো হয়।
পুরো অভিযানটি নোয়াখালী পুলিশ সুপারের
সার্বিক দিক নির্দেশনায় ও বেগমগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানার এসআই(নিঃ) পাপেল রায় সঙ্গীয় এসআই (নিরস্ত্র) কুতুব উদ্দিন খান লিয়ন, এসআই (নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম, এএসআই(নিঃ) মোঃ ইলিয়াছ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বেগমগঞ্জ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অস্ত্র-মাদক উদ্ধার অভিযান ডিউটি করা অবস্থায় অভিযান পরিচালনা করা হয়।